স্টাফ রিপোর্টার: হাসি ফুটুক সবার মুখে-বিশ্ববাসী থাকবে সুখে, ভালোবাসার-হাসির বন্যায় প্লাবিত হোক মন-প্রাণ; দৃঢ়তায় অটুট থাকুক সুপ্রিয় বন্ধু-বন্ধন, এই স্লোগান’কে সামনে রেখে বিশ্ব হাসি দিবস-২০২১ পালন উপলক্ষে হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো)’র উদ্যোগে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর ২০২১) বিকাল ৪ টায় ঢাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, হাউফো’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: আল-আমিন শাওন (এলএল.বি) ও পরিচালনা করবেন, হাউফো’র মহাসচিব ফাতেমা ইসলাম (রাহা কাজী)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হাউফো’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান কবি রিতু নুর, হাউফো’র সাংগঠনিক সম্পাদক জেসমীন নুর প্রিয়াংকা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, হাউফো’র ভাইস-চেয়ারম্যান মোঃ ছানাউল্লাহ, হাউফো’র ভাইস-চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান আজাদী।