বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহন করেছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল ৪টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বোয়ালমারী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, এনডিসি তারেক হাসান, ডিডিএলজি মো. আসলাম মোল্যা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা  রফিকুল হক।