মোঃ আকরাম হোসেন,নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ মণিরামপুর সমিতি এর আয়োজনে গত ১৮-১০-২০২৪ শুক্রবার – ভবদহের পানি বন্দি মানুষের দূর্বিষহ জীবন থেকে মুক্তির স্হায়ী সমাধানের উপায় নিয়ে আলোচনা এবং বন্যার্ত মানুষের চিকিৎসার বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়।

বারিধারা ডিও এইচ এস এ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল কবীর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহীত ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ১৫ ও ১৬ নভেম্বর ( শুক্রবার ও শনিবার) মণিরামপুর উপজেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ স্থানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

দক্ষিণাঞ্চলের পানিবন্দি হতদরিদ্র মানুষের জন্যে কালিবাড়ী বাজার সংলগ্ন শাহিদা সুলতানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৫ ই নভেম্বর (শুক্রবার) এবং পশ্চিমাঞ্চলের জন্য ফকিররাস্তা সংলগ্ন নাগরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ১৬ ই নভেম্বর (শনিবার) এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদিন প্রায় ৪০ জন এমবিবিএস ডাক্তার সহ দক্ষ মেডিকেল টিম সকাল ৮.৩০ মিনিট থেকে রোগী দেখা শুরু করবেন। দিনব্যাপী এই সেবা ক্যাম্প এ ইসিজি, ব্লাড টেস্ট,কফ পরীক্ষা, গর্ভবতী মহিলা, বার্ধক্য জনিত সমস্যা সহ জটিল ও কঠিন রোগের সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল টেস্ট, চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ঢাকাস্থ মণিরামপুর সমিতির সাবেক ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জনাব নাজমুল হক টিটো,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেতা। দৈনিক কলম কথার প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন, বাড়ীর(এলাকার) টানে ঢাকাস্থ বিত্তশালী সকল ব্যাক্তি বর্গের একান্ত সহযোগিতায় (ধর্ম,বর্ণ এবং রাজনৈতিক পরিচয়ের বাইরে) এই মহান উদ্যোগ সফল করতে মণিরামপুর বাসিকে একান্ত সহযোগিতা কামনা করেছেন এবং এই স্বাস্থ্য সেবা যেন সবাই পায় এই দাওয়াত সকলের মাঝে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা চেয়েছেন।

নাজমুল হক টিটো ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান ১৯৯৬ সাল থেকে এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সময়ে জনগণের পাশে থেকে অধিকতর জনপ্রিয়তা লাভ করে চলেছেন।