তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রাম এ্যাম্বলেন্সে আগুনে পুড়ে মারা যাওয়া পরিবারকে জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রত্যেককে ২০ হাজার টাকার চেক দেন। মৃত ৭ ব্যক্তির জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক দেন।

সোমবার (২৬ জুন) দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইনের কার্যালয় চেক বিতরন করেন। চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান।
চেক গ্রহন করেন, নিত তাসলিমার ছেলে আনিচ শেখ, নিহত কমলার স্বামী আলমগীর খান, নিহত বিউটির স্বামী মাহমুদুল হাসান রনি।
এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয় লাশের দাফন কাফনের জন্য।
প্রসঙ্গগত শনিবার ঢাকা থেকে তাসরিমা দুই মেয়ে চার নাতিকে এ্যাম্বলেন্সে বাড়ি ফেরার পথে ভাঙ্গা মালিগ্রামে পৌছালে এ্যাম্বলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে ফ্লাইওভারের আইলেন্ডের সাথে ধাক্কা লেখে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়। আগুনে তাসলিমা, তার দুই মেয়ে ও চার নাতি পুড়ে মারা যায়।