মণিরামপুরের কুলটিয়ায় মনীন্দ্র-পদ্মাবতী স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে কুলটিয়া মোড়ে মনীন্দ্র-পদ্মাবতী পান্থশালায় মশিয়াহাটী অঞ্চলের গুণী লেখকদেও সাহিত্য-কীর্তি সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্যে ওই গ্রন্থাগারের পথচলা শুরু হলো।
মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডলের সভাপতিত্বে উক্ত গ্রন্থাগার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লেখক ও গবেষক ড. অমিতাভ বিশ্বাস।
উদ্বোধনের পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিতোষ বিশ্বাসের তত্ত্ববধানে ও অধ্যাপক মিলন রায়ের সঞ্চালনে আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর ড. অনুপম হীরা মন্ডল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গবেষক সুকৃতি রঞ্জন বিশ্বাস, লেখক ও অভিনেতা নিত্যজিৎ বিশ্বাস, মুক্তিযোদ্ধা দশরথ মন্ডলসহ মশিয়াহাটী অঞ্চলের লেখক ও সাহিত্যিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।