এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: সম্প্রতি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের গোপীকান্তপুর ঈদগাহ ময়দানের প্রাচীর রক্ষার্থে একতাবদ্ধ হয়েছে গ্রামবাসীরা।
তথসূত্রে এবং স্থানীয়দের জবানবন্দি মতে, ঈদগাহ প্রাচীরের কিছুটা অংশ সরকারি রাস্তায় পড়েছে। যাতে তাদের কোন অসুবিধা নেই। কারণ রাস্তাটি গ্রামবাসীদের বিশেষ প্রয়োজনীয় না। মেঠোপথ হওয়ায় রাস্তার প্রশস্ততা যতটুকু আছে তাতে চলাচলে কোন অসুবিধা নেই।
এব্যাপারে জানতে পেরে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ঘটনাস্থলে যান। ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে তিনি সকলের মতামত জেনে বুঝে ও জমির ম্যাপ দেখে বলেন, যেহেতু এটা একটা ধর্মীয় স্থান এবং জনগণকে নিয়েই আমাদের কাজ। আপনারা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে যদি ঈদগাহের প্রাচীর রাখতে চান তাহলে আমার কোন আপত্তি নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সকলের মতামত নিয়ে আগামী ২৫মে বৃহস্পতিবার পরর্বতী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউএনও’র নমনীয়তা ও ব্যবহারে প্রশংসায় পঞ্চমুখ গোপীকান্তপুর গ্রামবাসী।
এব্যাপারে জানতে চাইলে ঈদগাহ কমিটির সভাপতি মনিরুজ্জামান মধু বলেন, আনুমানিক ২০০৪ইং সালের দিকে সূচনা হয় আমাদের ঈদগাহ ময়দানের। তখন থেকে প্রতিবছরই বর্ষাকালে ঈদগাহ ময়দানের একপাশের মাটি ভেঙে ঘেরে মধ্যে চলে যেতে থাকে। কিন্তু ঘের মালিক স্থানীয় সম্পদশালী ব্যক্তি হওয়ায় এতদিন কোন সংস্করণ হয়নি। এখন গ্রামবাসীদের সম্মিলিত চেষ্টায় আজ ঈদগাহের প্রাচীর দৃশ্যমান। আমাদের অনেক কষ্টের ধর্মীয় প্রতিষ্ঠান আমরা নষ্ট হতে দিতে পারি না।
স্থানীয় ইউপি সদস্য হারুনর রশীদ বলেন, গ্রামবাসীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।
গ্রামবাসীদের পক্ষে আব্দুর রউফ বলেন, ঈদগাহের পাশ দিয়ে যাওয়া বিলের রাস্তাটি আমাদের বেশি একটা প্রয়োজন না, যতটা প্রয়োজন ঈদগাহ ময়দানের।