মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক’র যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়নে ‘ইমপ্রæভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানী মাইগ্রেন্টস’ (প্রত্যাশা-২) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হরিহারনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ^াস। কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মূল প্রবন্ধ উপস্থাপনসহ স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক মাইেেগ্রশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মুন্নিজা মাহিন।
মণিরামপুর উপজেলার প্রোগ্রামার অর্গানাইজার সুজন দাসের সার্বিক তত্ত¡াবধান ও পরিচালনায় এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সচীব, সকল ইউপি সদস্যবৃন্দসহ সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও সুশীল সমাজের প্রতিনিধি, গ্রাম পুলিশের সদস্যরা।