এস এম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
গতকাল ২৪শে জনু(শনিবার) উপজেলা পরিষদ মিলনায়তনেএই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু,বিশিষ্ঠ আইনজীবি ও তরুন আ’লীগ নেতা এ্যাডঃ বশির আহমেদ খান,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রমূখ।
উল্যেখ্য যে,প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ৪র্থ কিস্তিতে ১০ জনকে বসতঘর, ২০ জন মেয়েকে বাইসাইকেল, ১০০ জনকে শিক্ষা উপকরণ বিতরণের বরাদ্দ দেওয়া হয়েছে। তারই আলোকে আজ ২০ জনকে বাইসাইকেল ও ১০০ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান জানান, প্রতি জনকে খাতা লাইন টানা ৪ টি খাতা,সাদা ২০০ পাতা ২ টি,জ্যামিতি বক্স ১টি,পেন্সিল ১২ টি,কালো বল পয়েন্ট ১২ টি,স্কুল ব্যাগ ১ টি,ছাতা ১ টি করে সর্বমোট ১০০জন ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।