রাকিবুল হাসান, মনপুরা (ভোলা)প্রতিনিধি: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (০৮ মার্চ)সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালি টি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব এর সামনে এসে শেষ হয়।পরে নারী দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় নারীদের স্বাবলম্বী করার লক্ষে উদ্ববুদ্ধ করা হয় ।এবং নারীদের জীবন সংগ্রামের গল্প শীর্ষক আলোচনা তুলে ধরা হয় ।
সেই সাথে আইজিএ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন নারীর মাঝে চেক বিতরণ করা হয়েছে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিআরডিবি কর্মকর্তা মাহাতাব উদ্দিন ভূইয়া অপু ,মনপুরা থানা প্রতিনিধি এস আই লুৎফর রহমান,প্রাণীসম্পদ উপসহকারী কর্মকর্তা লোকমান হোসেন,মনপুরা উপজেলা মহিলা অধিদপ্তরের কারিগরি(আইজিএ) প্রশিক্ষক মমতা চৌধুরী প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।