মাগুরা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ (বৃহস্পতিবার) পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপজেলার নহাটা ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বনামধন্য এই গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার সকাল ৮.০০ টা থেকে শুরু হয়ে ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সম্মানিত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃআঃ মান্নান, ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ,নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জনাব মোঃ হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোঃ রুহুল আমীন সাখাওয়াতী, বীরমুক্তিযোদ্ধা ইসহাক হোসেন, মহম্মদপুর উপজেলা বিআরডিবির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান, দাউদ বিশ্বাস,স্বপন বিশ্বাস,ওবায়দুর রহমান, আতাউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সদ্য নিয়োগকৃত অধ্যক্ষ জনাব আনন্দ কুমার দে।
কলমকথা / বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।