মাগুরা প্রতিনিধিঃ আজ ১ জানুয়ারি ২০২২। ইংরেজি নববর্ষ। এ উপলক্ষে মাগুরা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়। বিগত বছরের সুঃখ-দুঃখ,হাসি-কান্না,
আনন্দ-বেদনা ভাগাভাগি করে নতুন দিগন্তের পথে বাংলাদেশ এগিয়ে যাক এ প্রত্যাশা জানিয়ে মাগুরা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার মহোদয়। এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার বলেন, নতুন বছরের আগমনে সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন।
আর নববর্ষের এ আনন্দকে আরো উদ্ভাসিত ও প্রাণবন্ত করতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই উপহার দেন জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বাঙালী জাতি এখন ঐক্যবদ্ধ। তাই অতীত অর্জন ও সাফল্যকে ভিত্তি করে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবো- এ হোক নতুন বছরে সকলের অঙ্গীকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।