মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি পার্বত্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৯০ মেট্রিক টন খাদ্যশষ্য বিতরন করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বরাদ্ধপত্র (ডিও) তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো: রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ৪টি প্রতিষ্ঠানে ১.৫ মেট্রিক টন, ৪৩ টি প্রতিষ্ঠানে ১মেট্রিক টন এবং ৮২ টি প্রতিষ্ঠানে ০.৫ মেট্রিক টন করে খাদ্যশষ্য প্রদান করা হয়। এর মধ্যে মসজিদ ৬০ টি, মন্দির ও ক্যায়াং ৩৯টি, মাদ্রাসা ও এতিমখানা ৩০টিসহ সর্বমোট ১২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে এসব খাদ্যশষ্য প্রদান করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় আন্তরিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলার ১২৯টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যশষ্য বিতরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।