বগুড়া শাজাহানপুরে মাটির ৬ ফুট গভীরে পাওয়া গরুর মূর্তি এলাকায় এখন জমজমাট আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। সবশেষ মূর্তিটি শাজাহানপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাড়ির ভিত নির্মাণে খুঁড়তে গিয়ে মাটির নিচে বেলে পাথরের এই মূর্তিটি পাওয়া যায়। এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছে, মূর্তিটি মহাদেব শিবের বাহন। দুপুরে উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রাম থেকে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাজাপুর উত্তরপাড়া গ্রামের জনৈক বকুল ড্রাইভারের বাড়ি নির্মাণে প্রাথমিকভাবে মাটি খোড়ার কাজ চলছিলো। এ সময় শ্রমিকরা ৬ফুট খোড়ার পর মূর্তিটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন একনজর মূর্তিটি দেখার সেখানে ভিড় করে। পরে প্রশাসন জানতে পেরে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বেলে পাথরের একটি গরুর মূর্তি উদ্ধার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।