মানিকগঞ্জের সাটুরিয়ার ফরাজীপাড়ায় স্বামী নাঈম কর্তৃক স্ত্রী সাথী আক্তারকে (১৮) এসিড দিয়ে ঝলসে দিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন নিবিড় পরিচর্যাকেন্দ্রে তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন বলেন,

আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে ইতোমধ্যে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে, পোশাক শ্রমিক সাথী আক্তারের (১৯) মুখ এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠে তার স্বামীর বিরুদ্ধে। গত ২৮ জানুয়ারি শুক্রবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাথীর মা এবং তার বোনও এসিড দগ্ধ হন।

 

 

কলমকথা/বি সুলতানা