নড়াইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন অসহায় পরিবারকে ২শতক জমি ও আধাপাঁকা ৪৭৭ টি ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম ধাপে ৩২৫টি পরিবারের মাঝে জমির দলিল,খতিয়ান সহ বাড়ির চাবি দেওয়া হয়। রবিবার (২০জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল উদ্বোধনে বাকি ১৫২টি পরিবারকে তাদের সপ্নের বাড়ির দলিলপত্র সহ চাবি তুলে দেন।
এর মধ্য নড়াইল সদরে ২৭টি কালিয়ায়১০০টি এবং লোহাগড়া উপজেলায় ২৫ টি পরিবার তাদের স্বপ্নের জমিসহ ঘর বুঝে পেয়েছেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পি,পি,এম বার, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ বোস, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এবং প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘরের মালিকেরা। এ সময় ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় মানুষেরা। তারা বলেন, এতদিন আমরা ভাঙাচোরা ঘরে থাকতাম এখন শেখ হাসিনার দেওয়া পাকা ঘরে আমরা থাকবো। মোঃআজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।