মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী (৪০) থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে।
ইটভাটা শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিল। এসময় মাটি মেশানো ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার পরপরই মাটি মেশানো ট্রাক্টরের চালক খোরশেদ আলম পালিয়ে যান। তিনি ধানখোলা গ্রামের বাসিন্দা।
ইটভাটা মালিক স্বপন জানান, দুর্ঘটনা বসত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।
কদর আলীর স্ত্রী ফিরোজা খাতুন জানান, তার স্বামী দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় ছেলে মেয়ে নিয়ে তিনি পথে বসেছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, কদর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।