স্মার্টফোনে লুডু, ক্যারাম ও তাসে জুয়া খেলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম। কোনো দোকান বা স্থানে বসে কেউ এগুলো খেললে ১০ হাজার টাকা জরিমানার কথাও বলা হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাতে চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ জিয়াউল করিম স্বাক্ষরিত নোটিশ রোববার (১৩ মার্চ) সকালে এলাকাবাসীর দৃষ্টিগোচর হয়। তিনি বলেন, ইউনিয়নের কোনো দোকান বা স্থানে বসে স্মার্টফোন বা লুডুর কোর্টের দ্বারা লুডু,
ক্যারম বোর্ড বা তাসের মাধ্যমে জুয়া খেলা এবং অবৈধ মাদক সেবন অবস্থায় যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে কোনো দোকানে এগুলো খেলা অবস্থায় পাওয়া গেলে সেই দোকান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।