সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের খপ্পরে পড়েন এক মৌয়াল। কিছু বুঝে উঠার আগেই বাঘের থাবায় পড়েন তিনি। সোলায়মান শেখ নামে এই মৌয়ালের ওপর হামলা চালিয়ে ঘাড় মটকে টেনেহিঁচড়ে বনের মধ্যে নিয়ে যায় বাঘ।

বৃহস্পতিবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা খালের বন এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম জানান, খবর পেয়ে বনবিভাগের লোকজন তার লাশ উদ্ধারে বন এলাকা চষে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তিনি জানান, গত ২০ মার্চ পাশ নিয়ে সোলায়মানসহ ৫ জন মধু ভাঙতে সুন্দরবনে প্রবেশ করেন। সোলায়মান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের গোদাড়া গ্রামের বাসিন্দা। লাশটি উদ্ধার করতে পারলে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।