ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ রোগী। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে একদিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়াও একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।

 

কলমকথা/বি সুলতানা