খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ১৪-১১-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে (১) মেসার্স নিশাত কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, গফুরটারী, মাতৃসদন রোড, হারাগাছ, কাউনিয়া, রংপুর (২) মেসার্স কাজল কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ, গফুরটারী, মাতৃসদন রোড, হারাগাছ, কাউনিয়া, রংপুর এবং (৩) মেসার্স সোনালী মশার কয়েল ফ্যাক্টরি, উত্তর ঠাকুরদাস, হারাগাছ, কাউনিয়া, রংপুর এর ৩টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়।

উক্ত অভিযান বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস এর নেতৃত্বে এবং জনাব মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর সহযোগীতায় পরিচালিত হয়।