ফারুক আহমেদ সূর্য, উপজেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১৬ (ফেব্রুয়ারি) লালমনিরহাটে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার, সদর লালমনিরহাট জান্নাতআরা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথিঃ চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট অ্যাডঃ মতিয়ার রহমান।
বিশেষ অতিথিঃ
মেয়র লালমনিরহাট পৌরসভা রেজাউল করিম স্বপন, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ লালমনিরহাট কামরুজ্জামান সুজন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ ফেরদৌসী বেগম বিউটি,
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সদর লালমনিরহাট আবেদা খাতুন, প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় শামীমা রায়হানা জামান প্রমূখ।
হরিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা বিভাগ, লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে শীতকালীন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।
সমাপনী বক্তব্যের শেষে ৫২ ইভেন্টের ১ম,২য়,৩য় করে মোট১৫৬টি সদর উপজেলা ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার দেয়। পরে সদর উপজেলার ৫২ জন জেলা পর্যায়ে অংশগ্রহণের
সুযোগ পায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।