লালমনিরহাটের হাতীবান্ধায় ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ২৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিস্তাপাড়ের জেলেরা।

সোমবার (০৯ জানুয়ারি) বিকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সাধুর বাজার থেকে মাছটি বিক্রি করেন জেলেরা।

এর আগে এদিন ভোরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা থেকে মাছটি ধরেন স্থানীয় জেলেরা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় নদীতে জাল ফেলেন জেলেরা।

এ সময় কদম আলীর জালে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ উঠে। পরে মাছটি বিক্রি করতে স্থানীয় সাধুর বাজারে নিলে প্রতি কেজি দেড় হাজার টাকা দাম হাকান জেলে কদম আলী।

খবর পেয়ে মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান বাজারে। এরপর পাশ্ববর্তী নীলফামারী জেলার একজন মাছ ব্যবসায়ী মাছটি ২৯ হাজার টাকা দিয়ে কিনে নেন।

জেলে কদম আলী জানান, তিস্তা নদীতে পানি প্রায় কমে গেছে। নালায় পরিনত হয়েছে তিস্তা নদী। কম পানিতে প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। সোমবার ভোরে তার জালে ২০ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। জীবনে প্রথম বারের মতো এতো বড় মাছ ধরতে পেয়ে বেশ খুশি তিনি। মাছটি ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।