জামালপুর সদর উপজেলার ১১ নং শাহাবাজপুর ইউনিয়নের রাস্তা প্রসস্ত করার কাজের সময় একটি প্রভাবশালী কু-চক্রমহল রাস্তার পাশে থাকা অনেক পুরাতন বড়-বড় গাছ কেটে পাশে থাকা আবাদী জমির ফসল নষ্ট করে তাদের নিজেদের পকেট ভারী করছে এবং তাড়াহুড়ো করে গাছ কাটতে গিয়ে মানুষের বসতভিটার বিদ্যুৎ বিচ্ছিন্ন করছে।
এলাকার কৃষকরা অভিযোগ করে বলে “গাছ কাটার সময় আমাদের আবাদী জমির অর্ধেক সরিষারক্ষেত নষ্ট করে দিয়েছে তারা। কৃষকরা আরও বলেন, “আমরা গাছ কাটতে বাধা দিতে গেলে আমাদের নানাভাবে হূমকি দেয়।
এর আগে আমাদের ফসলী জমি থেকে মাটি উঠিয়ে রাস্তা প্রশস্ত করা হয়েছে। আমরা কার কাছে যাব কাকে অভিযোগ দিব তা আমরা কিছুই বুঝিনা। এ বিষয়ে এলজিডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে তিনি জানান-এ বিষয়ে আমি কিছু জানিনা। এ্যাসিলেন্ট এবং জামালপুর সদর উপজেলা কর্মকর্তা কেউ এ বিষয়ে অবগত নন। স্থানীয় কৃষকরা বলেন, “আমরা এই গাছগুলি লাগিয়েছি এবং রক্ষনাবেক্ষন করেছি। এই গাছগুলির মালিক সরকার হবে না হয় আমরা হব কিন্তু কিছু অসাধু ব্যক্তি ক্ষমতা দেখিয়ে বাহুবলের জোড়ে এই গাছগুলি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ১১ নং শাহাবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী খান জানান, কিছু গাছ ব্যবসায়ী অবৈধভাবে গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়টি আমার কানেও এসেছে। উক্ত বিষয়ে আমি ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।