চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের অভ্যন্তরীন গাড়ির চাকার ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্টস (জিএসই) সেকশনে থাকা একটি গাড়ি থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালিয়ে চাকার ভেতর থেকে ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণগুলোর আনুমানিক দাম ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।