বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্রীকে গণধর্ষ‌ণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় ছাত্রীদের শতভাগ নিরাপত্তার দাবি এবং এই ঘটনায় জেলা প্রশাসনের অবহেলার বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা।

শ‌নিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে ১৫ মিনিট মৌন নীরবতা পালন করেন।

এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের বিচার ও হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে এ কর্মসূচিতে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া, সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বেলে আলোর মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বুধবার রাতে গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগস্থ হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। এসময় একটি ব্যাটারিচালিত ইজি বাইকে কয়েকজন ব্যক্তি তাদের তুলে নেয়। পরবর্তী সময়ে ৭/৮ জন মিলে তাদের হ্যালিপাডের পাশেই নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের ভবনে নিয়ে গিয়ে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করে। রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটা মামলা দায়ের করেন।

এর প্র‌তিবাদে বহস্প‌তিবার সকাল থে‌কে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বিকালে প্রশাসনের সাথে সমঝোতা বৈঠক হওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু কিছু শিক্ষার্থী সড়ক থেকে না সড়লে বহিরাগতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত হন। ছাত্রী ধর্ষণের ঘটনায় র‌্যাব ৬ জন ও গোপালগঞ্জ পুলিশ আরও চার জনকে গ্রেপ্তার করে।