এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধিঃ ধর্ম নিয়ে কটুক্তি ও নামায নিয়ে কঠাক্ষ্য করে গ্রাহকের সাথে দূর্ব্যাবহার করায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২(মণিরামপুর) এর অভিযোগ কেন্দ্রের সাঈদ আকুঞ্জী নামে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কতৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২,মণিরামপুর সদর দপ্তরের জৈষ্ঠ্য ব্যবস্থাপক শরীফ লেহাজ আলী।
তথ্যমতে, প্রচন্ড তাপদাহের সাথে পল্লী বিদ্যুৎ এর চলমান লোডশেডিং এ নাকাল গ্রাহকেরা। পবিত্র রমযানেও পড়েছে এর প্রভাব। সাহারী,ইফতারি এমনকি তারাবির নামায আদায় কালেও চলছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ১৫ই এপ্রিল একাধিক আইডি থেকে আপলোড কৃত একটি অডিও ক্লিপের সূত্রে জানা যায়,মণিরামপুর উপজেলার চালকিডাংগা বাজারের জৈনক এক গ্রাহক যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুর সদর দপ্তরের অভিযোগ কেন্দ্রের নির্দিষ্ট নাম্বারে(০১৭৬৯৪০১২৮৪) কল দিয়ে তারাবির নামায, সাহারী ও ইফতারির সময়ে বিদ্যুৎ ভিম্রাটের কারন জানতে চাইলে অভিযোগ কেন্দ্রে ডিউটিরত কর্মকর্তা সাঈদ আকুঙ্জী ঐ গ্রাহকের সাথে ধর্ম ও নামায নিয়ে কঠাক্ষ করে কথা বলেন।
গ্রাহকের ফোনে অটো কল রেকর্ড চালু থাকায় অডিও ক্লিপসটি ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে আপলোড দেওয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায়।
ঘটনার দুই দিন পরে গতকাল এ বিষয়ে জানতে চাইলে,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মণিরামপুর সদর দপ্তরের জৈষ্ঠ্য ব্যাবস্থাপক শরীফ লেহাজ আলী দৈনিক প্রজন্ম একাত্তরের মণিরামপুর প্রতিনিধিকে জানান, বিষয়টি আসলেই নিন্দনীয়, আমরা অভিযুক্ত ডিউটি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছি এবং এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ্য পরবর্তী ব্যাবস্থা গ্রহন করব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।