বছরের পর বছর ঘর না থাকার কষ্টের জীবন শেষ হতে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় ধাপে আধা পাকা ঘর এবং জমি পেলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আরো ৮০ টি পরিবার।
‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দরিদ্রদের জন্য অগ্রাধিকারমূলক প্রকল্প ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ’ এর ২য় পর্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরণের উদ্বোধন করেন।
এসময় উপহার ভোগীদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সনদ তুলে দেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা ও ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউল রহমান প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।