![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/received_6015527681873245.jpeg)
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বগা আরএন মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সোমবার দিনগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এসময় শ্রদ্ধা নিবেদন করেন -উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় সম্পাদক, এস এম বাবর,হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আব্বায়ক ও যুবলীগ নেতা রাহান সুমুন,ইউনিয়ন যুবলীগ নেতা সাদ্দাম হোসেন রনি,৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া,বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূরনবী ছামদানী। ইউনিয়ন ছাত্রলীগের সদস্য দেব কুমার চৌধুরী মেহেরাব হোসেন সাগর,ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা(NPS)কেশবপুর উপজেলার প্রচার সম্পাদক শেখ মোস্তফা কামাল সহ আরও অনেকে।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সকালে সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়, আওয়ালগাতী আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কাকিলাখালী মাধ্যমিক বিদ্যালয় ও সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রজাপতি মডেল একাডেমিসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।