শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
২১ আগষ্ট গ্ৰেনেট হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ হকার্স লীগ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর পর বাংলাদেশ কেন্দ্রীয় হকার্স লীগ এর পক্ষ থেকে র্যালি বের করা হয়।র্যালি টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ২১ শে আগষ্ট গ্ৰেনেড হামলায় নিহত ও আহতদের স্মরনে দোয়া ও স্মরণসভা আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন -বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক এফ এম জাকারিয়া হামিদ,যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জাহেদ আলী, হকার্স লীগের আহবায়ক কমিটির সদস্য-আতাউর রহমান,মন্জু, মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যান। আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী। আহতদের অনেকে এখনও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।