নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর ( সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়া শেখ রাসেল নগরে ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর ( সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে আনন্দ মিছিল করেছে চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ সহযোগী অংঙ্গ সংগঠন। পরে আনন্দ মিছিলটি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে অংশ নেয় ।

এই সময় উপস্থিত ছিলেন শেখ সিরাজুল ইসলাম সিরাজ সাবেক সভাপতি, শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। ডাক্তার মোঃ আনোয়ার হোসেন সভাপতি, শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ। এসএম শফিকুল ইসলাম জাহিদ সহ-সম্পাদক, রুপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। এসএম ইব্রাহিম সদস্য, রুপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। আবিদ হাসান চানমিয়া সাধারণ সম্পাদক, শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ। মোঃ নুর আলম মুন আহবায়ক-বাস্তবায়ন পরিষদ, শেখ রাসেলনগর ইউনিয়ন।

মোঃ আরাফাত এ্যাইচ সভাপতি, শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগ। মোঃ নুরুল ইসলাম নান্নু সাবেক সাধারণ সাধারণ সম্পাদক, শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। এছাড়াও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ।