কেশবপুরে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বইছে আনন্দ ও খুশির জোয়ার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১৩টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি হিসেবে যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি ১ম পর্যায়ে ৬৩’হাজার ৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ২০২১ সালের ২০ জুন ২য় পর্যায়ে ৫৩’হাজার ৩৩০টি জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। ২০২২ সালের ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে (প্রথম ধাপে) ৩২’হাজার ৯০৪টি, এবং ৩য় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ২৬’হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৭১টি গৃহ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করে শতভাগ গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
১ম পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১’লক্ষ ৭১’হাজার টাকা, ২য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১’লক্ষ ৯০’হাজার টাকা এবং ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ২’লক্ষ ৫৯’হাজার ৫’শত টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্ল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির পলাশ, বিদ্যান্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিকবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে অনেকেই আনন্দ ও খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন, তারই পাশাপাশি ঘর পাওয়া সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।