হৃদয় শীল মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ

মধুখালী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ঘর পাচ্ছেন আরও ২৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

এ নিয়ে ফরিদপুর জেলার ৯টি উপজেলায় চতুর্থ পর্যায়ে ২য় ধাপে ৬২৪ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন।

সোমবার (৭ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের কক্ষে ‘চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি।

এ সময় তিনি জানান, উপজেলার গাজনা আশ্রায়ন প্রকল্পে ৫০ টি, ঘোপঘাটে ২৩ টি, বাগাটে ৩টি, মেগচামী ৫টি,ডুমাইনে ৫৬ টি, রায়পুরে -৫৫ টি, পৌরসভায় ২৭টি, কামালদিয়া ৮টি,জাহাপুরে ৪ টি সহ সর্বমোট ২৩০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে।

আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) ঘরগুলোকে আরও টেকসই ও জলবায়ু সহনশীল করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত দু’শতাংশ জমির উপর উন্নতমানের দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরে রয়েছে একটি রান্নাঘর, একটি টয়লেট, কমন স্পেস ও বারান্দা। জীবনযাত্রার মান উন্নয়ন ও মৌলিক শিক্ষা নিশ্চিত করা এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ্য করেন।

উপজেলায় চতুর্থ পর্যায়ের ১ম ধাপে ১১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। আর দ্বিতীয় ধাপে বিতরণ করা হচ্ছে ২৩০ টি ঘর।

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরি জানায়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯/৭/২৩ খ্রি তারিখ বুধবারে সারাদেশে ২২১০১ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করবেন। এর বাইরে কোন ভূমিহীন থাকলে তাদেরকে পরবর্তীতে ঘর দেয়া হবে।