মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ও থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ৮৯৩জন সুবিধাভোগীর মাঝে ২০২১-২২ অর্থ বছরের ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে ৪৭২জন কার্ডধারী সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। এসময় তদারকি কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রবিউল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, ইউনিয়নের সচিব মো. মসলিম উদ্দিন, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, জব্বর আলী, মোছা. ফেরদৌসী, হাওয়া বেগম, আঞ্জুয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে একইদিন সকালে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৪২১জন সুবিধাভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন। এসময় তদারকি কর্মকর্তা উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশরাফ আলী, ইউনিয়নের সচিব মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্য কায়ছার আলী, মুকুল হোসেন, আক্কাস আলী, বিলকিস জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।