চরভদ্রাসন প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২টায় অভিবাসী কর্মীদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি সেবা সহায়তা বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ওকাপ নামক এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।
এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথির অনুপস্থিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এ্যাডভোকেসি সভায় চলমান চিত্র উপস্থাপন করেন ওকাপ এনজিও’র প্রজেক্ট ম্যানেজার মোঃ মেরাজ উদ্দিন তালুকদার। 
সভায় অভিবাসী কর্মীদের পুনর্বাসনের লক্ষে অন্যান্যের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, ওকাপ এনজিও কর্মকর্তা ইফরান আহাম্মেদ জিতু, আমেনা আক্তার, মাঠ কর্মকর্তা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, অভিবাসী রওশনআরা বেগম, মোঃ জাকারিয়া ও ঝর্ণা আক্তার প্রমূখ।
সভায়, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি-বেসরকারি সেবা সহায়তা প্রদানের উপর বিশদ আলোচনা করা হয়।