শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি: ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অধ্যাপক কালিদাস চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে,সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র ও অনির্বাণ লাইব্রেরি সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজের মহাসচিব দীপ আজাদ,নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা-স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা,
বিএফইউজে যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা,ওয়াটারকিপার বাংলাদেশের প্রতিনিধি ও বাপার কেন্দ্রীয় নেতা নূর আলম শেখ,ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন,তালা থানার খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, অধ্যাপক রেজাউল ইসলাম,অধ্যাপক যামিনী সরকার,এডভোকেট বিপ্লব কান্তি মন্ডল।এর পূর্বে অতিথিগণ চুকনগর বধ্যভূমি,১৯৭১ সালের কপিলমুনি রাজাকার ক্যাম্প,অনির্বাণ লাইব্রেরি কপোতাক্ষ টুরিসবোর্ডে আচার্য প্রফুল্ল চন্দ্রের বাড়ি দেখতে যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।