পটুয়াখালী কুয়াকাটায় জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ভেসে এসেছে একটি তিমির অর্ধগলিত মরদেহ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাগরে জোয়ারের স্রোতে তিমির মরদেহটি ভেসে এসে ঝাউবাগান এলাকায় বালুচরে আটকা পড়ে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে স্থানীয় এক যুবকের কাছে খবর পেয়ে দ্রুত সৈকতে এসে তিমিটি দেখতে পান। এটি দৈর্ঘ্যে প্রায় ৩০ ফুট আর প্রস্থে প্রায় পাঁচ ফুট। দীর্ঘদিন আগে এটি মারা যাওয়া তিমিটির শরীর থেকে চামড়া ও মাংস খসে খসে জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে। শরীরের লেজ ও পিঠের অংশের হাড় বের হয়ে গেছে।

ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তিমিটি পঁচে গলে যাওয়ায় এটি কোন প্রজাতির এবং পুরুষ নাকি স্ত্রী তা নির্ণয় করা কষ্টকর হয়ে যাচ্ছে। এটির মৃত্যুর কারণ অনুসন্ধানে তারা চেষ্টা করছেন।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তিমি ভেসে আসার খবর পেয়েছি। তিমিটি গলিত ও বড় সাইজের হওয়ার কারণে একটু সময় লাগছে। তবে লোক পাঠিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য।