মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে আব্দুল আলীর ২ছেলের জোড়া বসত ঘর পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।
এতে বসত ঘরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে মনপুরা ফায়ারসার্ভিস।
এলাকাবাসী সূত্র জানা যায়,সকাল সাড়ে ১০টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আব্দুল আলীর ২ ছেলের বসত ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মনপুরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
মনপুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ফজলু রহমান জানান,সকাল ১০ঃ৪৫ মিনিটে সময় একটি নাম্বার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।এতে ওই বসত ঘরের প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর জানায়, আগুন পুরে যাওয়া পরিবারের আর্থনৈতিক অবস্থা খুই খারাপ, তাদের সাহায্য জরুরী প্রয়োজন।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার কে সরকারিভাবে সহায়তা করতে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।