রিয়াদ গাজী, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে ছয়শত পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
বুধবার (১৬ মার্চ)সন্ধ্যায় পৌরসভার কৃষ্ণকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি মাইনউদ্দিনের নেতৃত্বে তাকে আটক করা হয়।
আটক নারী সাবরিনা (২২) শহরের কাঁসারীপট্টী এলাকার নজরুল ইসলাম হাওলাদারের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে সাবরিনাকে ছয়শত ইয়াবা সহ গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।