মোঃ রিয়াদ গাজী, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার দক্ষিণ তিমিরকাঠি অটো স্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের ভোর রাতে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানীর মোহাম্মদ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের সারনী ১৯ এর (খ) ধারায় মামলা করেন।
আটকৃতরা হলো, দক্ষিণ ছত্তার ফিরা পুকুরপাড় এলাকার খোকন মীরের ছেলে আব্দুর রহিম-(৩৪) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৮ নং ওয়ার্ডের ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।
আটককৃতদের নামে বিভিন্ন থানায় আরো কয়েকটি মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, আটককৃতদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।