পটুয়াখালী: পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটায় উদ্ধার হওয়া ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে বনপ্রাণী অভয়ারণ্য ঠেঙ্গিরই বনে সেটি অবমুক্ত করা হয়।

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের খাজুরা এলাকার আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। রাতে প্রাথমিক চিকিৎসা শেষে নোঙ্গর খানায় রেখে পরে শুক্রবার দুপুরে এটিকে ঠেঙ্গিরই বনে অবমুক্ত করা হয়।

কৃষক আবদুল খালেক জানান, ক্ষেতে কাজ করতে গিয়ে আমি সাপটি দেখতে পাই। এটি বিশালাকৃতির সাপ হওয়ায় প্রথমে অনেকটা ভয় পেয়ে যাই। পরে জাল ফেলে আরও কয়েকজন কৃষকের সহায়তায় এটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

অ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া শাখার উপজেলা টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি জাল থেকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এটি অনেকটা বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের বেশ সময় হয়েছে। আমরা আজকে বনবিভাগের সহযোগিতায় অবমুক্ত করেছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সবার উপস্থিতিতে সাপটি বনে অবমুক্ত করা হয়।