মোঃ নয়ন হাসান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ শুক্রবার রাতে দুই হভিওয়েট দলের ফুটবল খেলা দেখার উপলক্ষ্যে বিরামপুর শহরে ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম-শহর, বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে চলছে পিকনিকের আয়োজন।
শুক্রবার দিনভর শহরের মাংশ ও মুরগির দােকানগুলোতে ছিলো উপচে পড়া ভিড়। পৌর শহরের পূর্বপাড়া মোড়ের সোহাগ জানান, শুক্রবার রাত ৯ টায় ব্রাজিল এবং শনিবার রাত ১টায় আর্জেটিনার ফুটবল খেলা রয়েছে। এই দু’টি খেলাকে কেদ্র করে কিশোর, তরুন ও যুবকসহ সকল শ্রেণির ভক্ত সমর্থকরা শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজে মেতে উঠেছে।
শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাসহ পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়েছে পিকনিকের ঘনঘটা। কিশোর, তরুন ও যুবকরা প্রিয় দলের জার্সি পরে নিজের সমর্থনের জানান দিচ্ছে। এক রাতে এতাে বেশি পিকনিকের কারণে মাংশ ও মুরগির দােকানে দিনভর ছিল উপচেপড়া ভিড়।