পানির নিচে ডুবে আছে সেতু। যানবাহন তো দূরের কথা মানুষও ঠিকভাবে চলাচল করতে পারে না। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আমিনগঞ্জে সতীরপাড়ের সেতুটি ২০১৭ সালে ধসে পড়ে। এরপর থেকেই ৩০ লাখ টাকার সেতুটির ওপর দিয়ে বয়ে যেতে শুরু করে নদীর জলের স্রোত। পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুটি নির্মাণ, মেরামতের কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন আশপাশের পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ।
এই সেতুটি তুসভান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করেছে। সেতুটি ভেঙে পড়ার কারণে স্থানীয় লোকদের দুই কিলোমিটার সড়ক ঘুরে বাজারসহ স্কুল ও মসজিদে যাওয়া আসা করতে হয়।
আরোও পড়ুন: ফ্রিজের বাসি খাবার খেয়ে ভাই-বোনের পর মারা গেল সাথী
মঞ্চে এসেছে বটতলা নাট্যদলের দর্শকপ্রিয় প্রযোজনা ‘খনা’
স্থানীয় একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি কাজিমুদ্দিন বলেন, ‘সেতুটি ২০১৭ সালের বন্যায় হঠাৎ দেবে যায়। সেতুটি ঠিক করতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেতুটির দুই পাশে দুইটি মাদরাসা, মসজিদ, বাজার এবং স্কুল কলেজ রয়েছে। ফলে ওইসব জায়গায় যেতে খুব কষ্ট করতে হয় আমাদের।’
ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদকে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রতি বছর স্থানীয়ভাবে বাঁশ কালেকসন করে সাঁকো তৈরি করি। এ বছর করা হয়নি। মানুষ আর কতো দিবে। দ্রুত সেতুটি ঠিক করা প্রয়োজন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।