কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মধু ফরাজীর ছেলে বালু ব্যাবসায়ি মোঃ মিরাজ ফরাজী জমিজমা সংক্রান্ত জটিলতা ও প্রাণের নিরাপত্তা চেয়ে ১৯ নবেম্বর ২০২২ শনিবার দুপুর ১২ টায় প্রেস ক্লাবের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন।
মিরাজ ফরাজী বলেন, দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা ও হামলা করে আসছে এলাকার একটি প্রভাবশালি মহল। এমনকি ইতি পূর্বে আমার নামে অন্যায়ভাবে একটি ৭ ধার মামলা ও একটি চাঁদাবাজী মামলা দিয়ে আমাকে হয়রানী করেছে। এরা হলেন শামছেল হক সিকদার, খোকন সিকদার, মাহাবুব সিকদার, বেলায়েত সিকদার, কামাল সিকদার, সাইফুল ফরাজী, ও রিয়াজ সিকদার। আমি সমাজ প্রশাসন ও রাষ্ট্রের কাছে সঠিক বিচার চাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।