স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাঙামাটিতে সড়ক ও নৌপথে দুই দিনব্যাপী পতাকা শোভাযাত্রা শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই পতাকা শোভাযাত্রার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।

শহরের শহীদ মিনার ঘাটে ফিতা কেটে সড়ক ও নৌপথে এই পতাকা শোভাযাত্রার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধারা।

নৌ-পতাকা শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার ঘাট থেকে শুরু হয়ে কাপ্তাই হ্রদ ঘুরে বরকল উপজেলায় গিয়ে শেষ হয় এবং সোমবার (২১ মার্চ) শোভাযাত্রাটি বরকল থেকে লংগদু উপজেলা গিয়ে শেষ হবে।

সড়ক শোভাযাত্রাটি শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা ঘুরে রাজস্থলি গিয়ে শেষ হবে এবং সোমবার রাজস্থলি থেকে শুরু হয়ে কাউখালী উপজেলা ঘুরে নানিয়াচর গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

 

 

কলমকথা/ বিথী