দল কে তৃণমুল পর্যায়ে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান এর দিক নির্দেশনায় কক্সবাজার সদর ৩ আসনের সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস জীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের পরামর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান কাউয়ারখোপ ইউনিয়ন বি,এন,পির মেয়াদ উত্তীর্ণ কমিটি কে বিলুপ্ত করে নতুন করে কাউয়ারখোপ ইউনিয়ন বি,এন,পি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহবায়ক মোহাম্মদ এনামুল হক , সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী ,সদস্য সচিব নির্বাচিত হন কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন মান্নু।যথাক্রমে সদস্য বৃন্দের নাম সদস্য( ১) এনাম উল্লাহ সওদাগর,২ মুফুদুল আলম,৩ এনামুল হক, ৪ হাবিব উল্লাহ, ৫ নুরুল আলম পুতু ৬ আব্দুল্লাহ জিহাদি ৭ এইচ,এম,বদিউর রহমান ৮ সিরাজুল মোস্তাফা ৯ জসিম উদ্দিন ১০ মোহাম্মদ সরোয়ার

১১ মোহাম্মদ রাসেল ১২ শফি আলম ১৩ জিয়াউল হক জিয়া ১৪ মাওলানা ছানা উল্লাহ ১৫ আব্দুর রহিম পুতু ১৬ মীর কাসেম ১৭ ছলিম উল্লাহ বাহাদুর ১৮ সৈয়দ নুর ১৯ আমান উল্লাহ ২০ জাফর আলাম ২১ নবী হোসেন ২২ ফোরকান আহমেদ ২৩ মনছুর আলী ২৪ ফরিদুল আলম।কাউয়ারখোপ ইউনিয়ন বি এন পি’র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেন রামু উপজেলা বি এন পি,র সভাপতি মুক্তার মেম্বার সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু।