বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ছয় দিনে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে নয় জন থানচি এবং একজন আলীকদমের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহারঞ্জন নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতি বছরই বর্ষার শুরুতে ঝিরি, ঝরনা ও নদীর পানিতে আশপাশের ময়লা পানি মিশে যাওয়ায় বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে সাধারণত ডায়রিয়ার প্রকোপ দেখা যায়।

অসচেতনতা ও সুপেয় পানির অভাবে এটা হয়ে থাকে। এবারও থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের কয়েকটি পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে।’ তিনি জানান, আক্রান্ত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মেডিক্যাল টিম কাজ করছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাঠানো হয়েছে।