স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন মাটিরাঙ্গায় আগমন উপলক্ষে মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার হল রুমে পৌর মেয়র মোঃ শামসুল হক এর সভাপতিত্বে ও পৌর সচিব পারভিন আক্তার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা ও পৌর ইন্জিনিয়ার, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগনসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পৌরসভা ও উপজেলা পরিষদের ক্ষতিগ্রস্থ সড়ক, সেতু, ব্রীজ কালভার্টগুলো আগামী জাতীয় নির্বাচনের আগে সংস্কারের আশ্বাস প্রদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।