জাতীয় শিক্ষাক্রম ও রুপরেখা-২০২১ এর আলোকে জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিস্তরণে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় পাঁচ  দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি আরএসকেএইচ ইন্সটিটিউটে পাঁচদিনের প্রশিক্ষণ আজ সম্পন্ন হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশ ব্যাপী মাধ্যমিক পর্যায়ের সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয় গত ৬ জানুয়ারি শুক্রবার থেকে। এরপর ৭,১৩,১৪ ও ১৫ জানুয়ারি হয়ে শেষ হয়।প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত প্রশিক্ষণ চলে।  মহম্মদপুর উপজেলার ৫৪২ জন শিক্ষক এবং ৩৩ জন প্রশিক্ষক অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য শিক্ষা অফিসার জনাব মোঃ আলমগীর কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, সরকারি  আরএসকেএইচ ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউল করিম ও সহকারী পরিদর্শক মোঃ সেলিম রেজা।
এ সময় জেলা শিক্ষা অফিসার বলেন, সুন্দরভাবে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্রশিক্ষক টিম ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান।