দৌলতপুর খেয়াঘাটের চলমান জন-ভোগান্তি নিরসনে বাজার প্রান্তের খেয়াঘাট পুরাতন লঞ্চঘাটে স্থানান্তরের দাবীতে দৌলতপুর খেয়াঘাট ১৬ জুলাই রবিবার সকাল ৯ টা থেকে গনসাক্ষর কর্মসূচি পালিত হয় ।
গণস্বাক্ষর কর্মসূচিতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ, শিক্ষক, রাজনীতিj, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের সাধারণ ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেয় ।
দৌলতপুর খেয়াঘাট হচ্ছে খুলনার তৃতীয় ব্যস্ততম খেয়াঘাট। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে নড়াইল, কালিয়া, বড়দিয়া, তেরখাদা, রুপসা এবং দিঘলিয়ার হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকে। দৌলতপুর খেয়াঘাট পার হওয়ার পর বাজারের কাপড় পট্টির গোলির ভিতর দিয়ে অসহায়, জরুরী রোগী, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, অন্তঃসত্ত্বা মহিলাসহ নারী- পুরুষ চলাচলে মারাত্মক দুর্ভোগের শিকার হয়। খেয়াঘাট পার হওয়ার পর জরুরী রোগী পরিবহন কিংবা মালামাল পরিবহনের কোন সুযোগ নেই। এছাড়া বাজারের নিরাপত্তার অজুয়াতে রাত ১২ টার পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। বাজারের ভিতর অসহায় পারাপার মানুষের দূর্ভগএর কোন শেষ নেই।
দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাটের বাজারের ভেতরের চিপা গলি থেকে স্থানান্তর করে বন্ধ হয়ে যাওয়া সাবেক লঞ্চঘাটে স্থান্তরের দাবিতে সোচ্চার এলাকাবাসী। দেয়াড়া-দৌলতপুর খেয়াঘাট পারাপারে বিড়ম্বনার প্রতিবাদে গতকাল খেয়াঘাটে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। গণস্বাক্ষর কর্মসূচির প্রথমদিনে প্রায় ৫ হাজার জন মানুষ প্রতিবাদ পত্রে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ জোবায়ের হোসেন, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সেকেন্দার আলী , পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, মোল্লা মাকসুদুল ইসলাম, জিএম আকরাম, সৈয়দ শাহাজান, ব্রক্ষগাতী ব্লাড লাইনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, কবি কৃষ্ণ চন্দ্র ব্লাড ব্যাংকের সভাপতি অধ্যাপক প্রসেনজিৎ শিকদার, দৌলতপুর খেয়াঘাট লঞ্চ ঘাটে স্থানান্তর বাস্তবায়নের মুখপাত্র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম রাজিব, ফরমাইশখানা ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রবিউল ইসলাম, পরিচ্ছন্ন দিঘলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রিয়াজ, সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, স্থানীয় সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান,শাহাদাত হোসেন নোবেল, আরিফুল ইসলাম হাসান, মোড়ল মনিরুল ইসলাম, শেখ শামীমুল ইসলাম, দৌলতপুর খেয়াঘাট বাজার কমিটির সভাপতি মোল্যা রাজু আহন্মেদ, স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, আলোর মিছিলের শাহাজাহান মোড়ল, দিঘলিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ সালাউদ্দিন বাবু, ঘোষ গাতী যুব সংঘের সভাপতি আসাদুজ্জামান আশা, দিঘলিয়া উন্নয়ন সংস্থার সভাপতি শেখ আল আমিন, মোঃ রাতুল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।