আশিক হাসান সীমান্ত,রিপোর্টারঃ পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ১৩ রুটমুখী বাসের ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজধানীর সায়দাবাদ থেকে নির্ধারিত গন্তব্যের দূরত্ব হিসেবে করে এ ভাড়া নির্ধারণ করা হয়!
বিআরটি এর পরিচালক ( প্রকৌশন) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিতে জানানো হয়,পদ্মা সেতু হয়ে ঢাকা – ভাড়া – মাদারীপুর – বরিশাল রুটের ভাড়া ৪১২ টাকা! ঢাকা – রাজৈর- গোপালগঞ্জ রুটে ভাড়া হবে ৫০৪ টাকা ঢাকা -গোপালগঞ্জ -খুলনা ভাড়া ৬৪৯ টাকা!
ঢাকা – জাজিরা – শরীয়তপুর রুটে ভাড়া হবে ৫০১ টাকা! ঢাকা – ভাঙ্গা – মাদারীপুর ভাড়া ৩২৭ টাকা এবং ঢাকা – গোপালগঞ্জ -খুলনা – সাতক্ষীরার ভাড়া হবে ৬৩৩ টাকা! অন্য দিকে ঢাকা -ভাঙ্গা – ফরিদপুর ভাড়া ২৮৮ টাকা – মাদারীপুর – বরিশাল – ভোলা – চরফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা এবং ঢাকা – বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু শরীয়তপুরের ভাড়া ২১৯টাকা! ঢাকা – মাদারীপুর – বরিশাল – পটুয়াখালী – কুয়াকাটা রুটের ভাড়া ৬৯৪ টাকা হবে!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।